খবর২৪ঘণ্টা ডেস্ক: কক্সবাজারের টেকনাফে সাবরাং ইউনিয়নের পুরাতন মগপাড়ার কাকড়া প্রজেক্ট এলাকায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞতনামা দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন টেকনাফ বেটালিয়ন ২ বিজিবি লে. কর্নেল আছাদুদ জামান। তবে নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
তিনি জানান, ইয়াবার একটি বড় চালান ওই এলাকা দিয়ে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি। কিন্তু সেখানে গেলে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পরে বিজিবিও গুলি ছুড়লে অজ্ঞাতনামা দু’জন গুলিবিদ্ধি হয়ে নিহত হন।
খবর২৪ঘণ্টা, জেএন