খবর ২৪ ঘণ্টা ডেস্ক: টেকনাফের নাফ নদীর কিনারায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টেকনাফের ল্যাদা ক্যাম্পের আজিজুর রহমানের ছেলে হামিদ (২২), উখিয়ার থাইংখালী ক্যাম্প-১৩ এর নুর মহাম্মদের ছেলে সামশুল আলম (৩৪) ও একই ক্যাম্পের মুক্তার আহমেদের ছেলে নুরুল আলম (২৩)।
বন্দুকযুদ্ধে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছেন টেকনাফ থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাস। তবে আহতদের নাম ও ঘটনার বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
খবর২৪ঘণ্টা, জেএন