খবর২৪ঘণ্টা.ডেস্ক: টেকনাফে শরণার্থী ক্যাম্পভিত্তিক চোরাকারবারীরা ইয়াবা বহনে এবার রোহিঙ্গা কিশোর-কিশোরী ও শিশুদের ব্যবহার করছে। এই ধরনের একটি চালান বহন করতে গিয়েই বিজিবি সদস্যদের হাতে ইয়াবাসহ দুই রোহিঙ্গা কিশোর আটক হয়েছে।
সূত্রে জানা যায়, বুধবার টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি চেকপোস্টে দায়িত্বরত নায়েক এবি সিদ্দিকের নেতৃত্বে একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে উখিয়ার থাইংখালী ক্যাম্পের বাসিন্দা মো. ফয়জুল সালামের ছেলে মো. এনামুল হক (১৩) ও আব্দুল হামিদের ছেলে নুর মোস্তফার (১৩) লুঙ্গির ভেতরে লুকানো এবং কোমরে প্যাঁচানো অবস্থায় ২৯ লাখ ৮১হাজার ১শ’ টাকার ৯ হাজার ৯শ ৩৭পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে ইয়াবা রাখার অপরাধে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় তাদের সোপর্দ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জন