খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (০২ জুন) সকাল ১১টায় তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে হেলিকপ্টারে করে তিনি টুঙ্গিপাড়া পৌঁছান।
বেলা ১১টায় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে এবং ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এসময় ছোট বোন শেখ রেহানা তার সঙ্গে ছিলেন।
দুপুর ১২টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ