1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন যারা - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন

টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন যারা

  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: লঙ্কানদের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যর দল ঘোষণা করেছে বিসিবি। টি-টোয়েন্টি দলে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার ও ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ম্যাচে আঙুলে চোট পাওয়া সাকিব আল হাসান।

চোটের কারণে দুই ম্যাচ টেস্ট সিরিজ না খেলতে পারলেও চোট সেরে টি-টোয়েন্টির মধ্যে দিয়ে দলে ফিরলেন অধিনায়ক সাকিব। এছাড়াও টি-টোয়েন্টির দলে রয়েছে নতুন পাঁচ মুখ।

তারা হলেন-আফিফ হোসেন, জাকির হাসান, আরিফুল হক, আবু জায়েদ রাহি ও মেহেদী হাসান। এছাড়াও দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন আবু হায়দার রনি।

অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন সাতজন। তারা হলেন-ইমরুল কায়েস, মুমিনুল হক, লিটন দাস, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ভাল করেও টি-টোয়েন্টি দলে জায়গা পায়নি মুমিনুল হক। আগামী ১৫ ফেব্রুয়ারি মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। আর ১৮ ফেব্রুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচ। দুইটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাতটায়।

বাংলাদেশ দলঃ সাকিব আল হাসান-(অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, জাকির হাসান, আরিফুল হক, আফিফ হোসেন, আবু জায়েদ রাহী, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দীন, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST