খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সর্বশেষ প্রকাশিত টি-২০ র্যাংকিংয়ে শীর্ষস্থানে নিজেদের জায়গাটা আরও বেশি সুসংহত করলো পাকিস্তান। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়ে পূর্ণ চার পয়েণ্ট নিয়ে অস্ট্রেলিয়ার থেকে ৪ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষস্থান অক্ষত রাখলো পাকিস্তান। সরফরাজ বাহিনীর বর্তমান পয়েন্ট ১৩০।
আইসিসির প্রকাশিত এই র্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা ৮৮১ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে পাকিস্তানি ওপেনার বাবর আজম। জানুয়ারীতে নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে হারানোর পর ক্যারিয়ারে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে তরুণ এই পাকিস্তানি ব্যাটসম্যান।সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ৩ ম্যাচে ১৬৫ রান করে ২ নম্বরে থাকা মুনরোর সাথে রেটিং ব্যবধানটা আরও বাড়িয়ে নিলেন বাবর। ৮০১ রেটিং নিয়ে ২ নম্বরে আছে কিউই ব্যাটসম্যান কোলিন মুনরো। তিন নম্বরে থাকা ম্যাক্সওয়েলের রেটিং ৭৯৯।
একদিনের ক্রিকেটের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির অবস্থান ৮ নম্বরে। ৬১৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে আছেন সাব্বির রহমান।
খবর২৪ঘণ্টা.কম/রখ