খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ভারতের সামনে মুখ থুবড়ে পড়ল শ্রীলঙ্কা। বারবাটি স্টেডিয়ামে ভারতের বিশাল লক্ষ্যের সমানে ৮৭ রানে অলআউট সফরকারী দেশ। ৯৩ রানে জিতল রোহিত শর্মা বাহিনী। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই ভারতের সবচেয়ে বেশি রানের জয়।
এ দিন ব্যাটে চমকে উঠলেন কেএল রাহুল। তার ব্যাট থেকে এল ঝকঝকে ৬১ রান। ২২ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেললেন মহেন্দ্র সিং ধোনি। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারত তুলল ১৮০।
১৮১ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যস্ত লঙ্কার ব্যাটিং লাইন আপ। নিরোসান ডিকাওয়ালা ও উপুল থরাঙ্গা ফেরার পরই শুরু হয় ভাঙন। হার্দিক তুলে নেন ৩ উইকেট। চাহাল ঝুলিতে পুরেন ৪টি উইকেট।
উল্লেখ্য, শনিবার ইন্দোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ১৮০/৩ (রোহিত ১৭, রাহুল ৬১, আয়ার ২৪, ধোনি ৩৯*, পান্ডে ৩২*; ফার্নান্দো ০/১৬, দনাঞ্জয়া ০/৩০, চামিরা ০/৩৮, ম্যাথিউস ১/১৯, থিসারা ১/৩৭, প্রদিপ ১/৩৮)
শ্রীলঙ্কা: ১৬ ওভারে ৮৭ (ডিকভেলা ১৩, থারাঙ্গা ২৩, কুসল পেরেরা ১৯, ম্যাথিউস ১. গুনারত্নে ৪, শানাকা ১, থিসারা ৩, দনাঞ্জয়া ৭, চামিরা ১২, ফার্নান্দো ২, প্রদিপ ০*; পান্ডিয়া ৩/২৯, উনাদকাত ১/৭, চাহাল ৪/২৩, বুমরাহ ০/১০, যাদব ২/১৮)
ফল: ভারত ৯৩ রানে জয়ী
ম্যাচসেরা: যুজবেন্দ্র চাহাল।
খবর২৪ঘণ্টা.কম/রখ