নিজস্ব প্রতিবেদক : চলচ্চিত্র পরিচালক ও সংগীত পরিচালক আনোয়ার সিকদার টিটন মামার সহযোগিতায় প্লেব্যাকে গান করার সুযোগ পেলো এ এইচ পলাশ। মিষ্টি “প্রেমের ছোয়া” সিনেমায় প্লেব্যাক অভিষেক হলো পলাশ এর। পলাশের সাথে দৈত কণ্ঠে গানটিতে কণ্ঠ দিয়েছেন লিপি শর্মা। টিটন মামা বলেন-অসাধারণ কণ্ঠ পলাশ এবং লিপির। ভালো গেয়েছেন দুজনই।
“মিষ্টি প্রেমের ছোয়া “প্রযোজনা করেছেন এস বি মাল্টি মিডিয়া কাহিনী ,সংলাপ চিত্রনাট্য করেছেন আনোয়ার শিকদার টিটন। কন্ঠশিল্পী এ এইচ পলাশ এবং লিপি শর্মা বলেন- টিটন মামার সুর সংগীত পরিচালনায় সিনেমার গান গাইতে পেরেছি। এটাই অনেক বড় প্রাপ্তি। খুব যত্ন করে টিটন মামা গানটার চমৎকার সুর করেছেন্। আমাদের মতো নতুন শিল্পীদের সিনেমার গানে সুযোগ দেওয়ার জন্য টিটন মামার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি টিটন মামার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিএ…