ঢাকাবৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২১
আজকের সর্বশেষ সবখবর

টিকা নিয়ে যা বললেন তামিম ইকবাল

অনলাইন ভার্সন
ফেব্রুয়ারি ১৮, ২০২১ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

নিউজিল্যান্ড সফরের আগে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে উপস্থিত হয়ে টিকা নিয়েছেন তারা।

তামিম ইকবালসহ মোট ২৮ জন ক্রিকেটার টিকা গ্রহণ করেছেন। এর পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ওয়ানডে দলের অধিনায়ক।

তামিম বলেন, এতসুন্দর করে সরকার করছে তা অ্যাপ্রেশিয়েট করার মতো। আমরা নেতিবাচক বিষয় তুলে ধরি। এই বিষয়টা ইতিবাচক বিষয়গুলো সবার কাছে তুলে ধরা উচিৎ। আমরা জাতীয় দলের খেলোয়াড়রা এসেছি বলে অনেক সহজেই হয়েছে এমন না। আমার পরিবারের অনেকেই টিকা নিয়েছেন। তারাও খুব সহজেই গ্রহণ করেছেন।’

টিকা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তামিম বলেন, ‘সবার জন্য এটা গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে। যারা এটার সঙ্গে জড়িত তাদের সবাইকে আমি স্যালুট করি। শুধু আমার পক্ষ থেকে না। যারা আমার পরিবার-বন্ধুদের মধ্যে নিয়েছেন সবাই বলেছে খুব সহজে নেয়া গেছে।’

টিকা গ্রহণের পর নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে উল্লেখ করে তামিম বলেন, ভয় ছিল তবে বিষয়টি নিয়ে যদি একটু ঠিক মতো বোঝানো হয় তাহলে বুঝবেন আমরা সৌভাগ্যবান তাই টিকাটি নিতে পেরেছি। উন্নত দেশগুলোর মধ্যেও এত পরিমাণ টিকা প্রদান করা হচ্ছে না। সেই জায়গায় টিকে প্রয়োগের তালিকায় আমরা ১২ নম্বর দেশ। টিকা পাচ্ছি এই নিয়ে ধন্যবাদ বলা ছাড়া কিছু বলার নেই।’

জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।