1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
টানা ৭ ওভারে ‘দাপুটে’ মাশরাফী - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন

টানা ৭ ওভারে ‘দাপুটে’ মাশরাফী

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুন, ২০১৯

খবর২৪ঘণ্টা স্পোর্টস ডেস্ক: টস জিতে কেন বোলিং, এই বিতর্ক দিন শেষে কোথায় গিয়ে দাঁড়াবে সেটি পরের বিষয়। প্রথম ১৩ ওভার (৫৩/১)পর্যন্ত মাশরাফী বিন মোর্ত্তজা তার বোলারদের নিয়ে কাঙ্ক্ষিত শুরু এনে দিয়েছেন, সেটি বলাই যায়। এই সময় একমাত্র সাইফউদ্দিন উইকেট পেলেও প্রতিপক্ষকে শুরুতে কাঁপিয়ে দেন একটানা সাত ওভার বল করা মাশরাফী। এই ৪২ বলের ২৯টি ‘ডট’ করিয়েছেন তিনি।

ফিল্ডিং করতে নেমে শুরুতে অধিনায়ক মাশরাফী নিজে আক্রমণে আসেন। ঘণ্টায় ১২৬ থেকে ১৩০ কিলোমিটার সীমার মধ্যে গতি রেখে লাইন আর লেংথ ঠিক রাখার দিকে নজর দেন। আর তাতে পুরোপুরি সফল তিনি।

নতুন বলের সুবিধা কাজে লাগিয়ে একদম প্রথম ডেলিভারিতে সুইং আদায় করেন। মারকুটে গেইল সেটি খেলতে যাননি। পরের পাঁচ বল থেকেও গেইল রান নেওয়ার সুযোগ পাননি।

শুরুতে এভাবে গেইলকে আক্রমণ করে পেস-অলরাউন্ডার সাইফউদ্দিনের কাজটা সহজ করে দেন নড়াইল এক্সপ্রেস। ১৩ বল খেলে রানের খাতা খুলতে না পারা গেইল মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

মাশরাফী তার প্রথম পাঁচ ওভারে মাত্র ৯ রান দেন। ষষ্ঠ ওভারের তৃতীয় বলটি অফস্টাম্পের বাইরে হাফভলি করে ফেললে লংঅফ দিয়ে তুলে মারেন লুইস। এক ছয়ের কারণে এই ওভারটি একটু খরুচে হয়ে যায়।

১৩ ওভার পর্যন্ত সাইফউদ্দিনের অ্যাটাকিং সাইড পরিবর্তন করতে কিংবা একটু বিশ্রাম দিতে মোস্তাফিজুর রহমান এবং মেহেদী হাসান মিরাজকে বলে আনলেও নিজে আক্রমণ থেকে সরেননি মাশরাফী। এই সাত ওভারে এক মেডেনসহ ২৪ রান দেন অধিনায়ক।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST