খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: মোনাকোকে ৩-০ গোলে হারিয়ে টানা পঞ্চমবারের জন্য ফরাসি লিগ কাপ জিতল পিএসজি৷ উনাই এমরির দলের হয়ে দুটি গোল করেছেন উরুগুয়ের স্ট্রাইকার কাভানি৷ দলের হয়ে তিন নম্বর গোলটি করেছেন আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার দি মারিয়া৷
ম্যাচটির প্রথমার্ধের শুরুতেই কিলিয়াল এমবাপের ফাউল থেকে পেনাল্টি পায় পিএসজি৷ সুযোগ কাজে লাগিয়ে পেনাল্টি থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন কাভানি৷ এরপর ২১ মিনিটে ব্যবধান বাড়ান দি মারিয়া৷ খেলার প্রথমার্ধ শেষ হওয়ার আগে মোনাকোর অধিনায়ক ফালকাও হেডে করে বল পিএসজির জালে জড়ান৷ কিন্তু দূর্ভাগ্যবসত গোলটি বাতিল করেন রেফারি৷
খেলার দ্বিতীয়ার্ধ অনেকক্ষণ পর্যন্ত গোল শূন্য ছিল৷ বেশ কিছু সুযোগ নষ্ট করে এমবাপেরা৷ তবে ৮৫ মিনিটে এমবাপের পাস থেকে গোল করেন কাভানি৷ ৩-০ ব্যবধান টানা পঞ্চমবারের জন্য কোপ দে লা লিগের ফাইনাল জিতে নেয় পিএসজি৷
সিরিজ ‘এ’র একটি ম্যাচে মিলানকে ৩-১ এ হারাল জুভেন্তাস৷ তিনটি গোল করেছেন দিবালা, কুয়াদ্রাদো ও খেদিরা৷ প্রথমার্ধের ৮ মিনিটে পিয়ানিচের বাড়ানো বল দূর থেকে বিপক্ষের জালে জড়িয়ে দেন আর্জেটাইন ফরোয়ার্ড দিবালা৷ ২৮ মিনিটে টক্কর দিয়ে সমতা ফেরায় মিলান৷ সতীর্থের কর্ণার থেকে হেডে করে গোল করেন বেনুচ্চি৷
এরপর খেলার দ্বিতীয়ার্ধে দু’দলের জন্য বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও দ্বিতীয়ার্ধে বেশ কিছুক্ষণ গোল করতে পারেনি কোন দলই৷ ৭৯ মিনিটে খেদিরার ক্রশকে হেডে করে গোলে পরিবর্তন করেন কুয়াদ্রাদো৷ ৮৭ মিনিটে দিবালার ক্রশকে অনবদ্য শটে গোলে ঠেলে দেন খেদিরা৷ ৩-১ ব্যবধানে ম্যাট জিতে নেয় জুভেন্তাস৷ এই জয়ের ফলে ৩০ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল জুভেন্তাস৷ মঙ্গলবার তারা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে৷
খবর২৪ঘণ্টা.কম/রখ