বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিমকে সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মো. কায়ছার।
এ সময় জেলা প্রশাসক ড. আতাউল গনি বলেন, তাকরিম ইসলামি বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। আমরা দেশবাসী তার কাছে কৃতজ্ঞ।
তাকরিমকে জেলা প্রশাসন ও জেলা পুলিশ থেকে এক লাখ টাকা করে এবং নাগরপুর উপজেলা প্রশাসন ৫০ হাজার টাকা সম্মাননা প্রদান করেন।
তাকরিমকে জেলা প্রশাসন ও পুলিশ থেকে এক লাখ টাকা করে এবং নাগরপুর উপজেলা প্রশাসন ৫০ হাজার টাকা দিয়েছে।
তাকরিমকে জেলা প্রশাসন ও পুলিশ থেকে এক লাখ টাকা করে এবং নাগরপুর উপজেলা প্রশাসন ৫০ হাজার টাকা দিয়েছে।
গত বুধবার রাতে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের নাম মক্কার পবিত্র মসজিদুল হারামে ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় পাঁচটি শাখায় ১১১টি দেশের ১৫৩ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিটি শাখায় তিনজন করে মোট ১৫ জনকে পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতার চতুর্থ শাখায় (শুদ্ধ উচ্চারণসহ ১৫ পারা কোরআন মুখস্থ) তৃতীয় হয়েছে তাকরিম।
তৃতীয় স্থান অর্জনকারী তাকরিমের হাতে তুলে দেওয়া হয় এক লাখ রিয়াল মূল্যমানের পুরস্কার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় অন্তত সাড়ে ২৭ লাখ টাকা। এ ছাড়া তার হাতে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বিএ/