খবর ২৪ঘণ্টা ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৯ নভেম্বর) সকালে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশার চালক সবুর মিয়া। তিনি ভূয়াপুর উপজেলার সারপলশিয়া গ্রামের আক্তার আলীর ছেলে। অপর দুজনের পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করছেন। তিনি জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি বাসের সঙ্গে উপজেলার হাতিয়া এলাকার ১১ নম্বর ব্রিজের কাছে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায়টি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে অটোরিকশাচালক সবুজ নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা দুইযাত্রী গুরুতর আহত হন।
তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যায়। তাদের পরিচয় জানা যায়নি।
খবর ২৪ঘণ্টা/ নই