খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: টাঙ্গাইল সদর উপজেলার তারটিয়া এলাকায় ট্রাকচাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন।
মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
টাঙ্গাইল পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুর নবী জানান, সকালে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে বাসাইল যাচ্ছিল। পথে তারটিয়া এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই অটোরিকশাটিকে চাপা দেয়। এতে আহত হন অটোরিকশা চালকসহ চারজন। এ অবস্থায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ