1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
টাইগার বোলারদের ঘাম ঝরাচ্ছে জিম্বাবুয়ে - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১ জানয়ারী ২০২৫, ০১:০৫ অপরাহ্ন

টাইগার বোলারদের ঘাম ঝরাচ্ছে জিম্বাবুয়ে

  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্ুয়ারী, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: শুরুটা বেশ ধীরগতিতে করেছিল জিম্বাবুয়ে। উইকেটও হারিয়ে ফেলেছিল একটা। কিন্তু এরপর বাংলাদেশের বোলারদের হতাশা উপহার দিয়ে চলেছেন প্রিন্স মাসভরে আর ক্রেইগ আরভিন।

এই যুগলের দায়িত্বশীল ব্যাটিংয়ে উইকেটের জন্য রীতিমত ঘাম ঝরছে স্বাগতিক বোলারদের। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪৬ ওভারে ১ উইকেটেই জিম্বাবুয়ের সংগ্রহ ১০৪ রান।

টস জিতে ব্যাট করতে নেমে অতি-সতর্ক শুরু করেছিল জিম্বাবুয়ে। বাংলাদেশের দুই পেসার আবু জায়েদ রাহী আর এবাদত হোসেন প্রথম ৪ ওভারই নেন মেডেন। পঞ্চম ওভারে ১ রান আসলেও সেটি ছিল ওয়াইড থেকে। ৫ ওভার শেষে জিম্বাবুয়ের রান ছিল বিনা উইকেটে মাত্র ১।

জিম্বাবুয়ের সেই ধৈর্যের বাঁধ শেষ পর্যন্ত ভাঙেন আবু জায়েদ রাহী। ইনিংসের অষ্টম ওভারে এসে আঘাত হানেন ডানহাতি এই পেসার। ২ রান করে গালিতে নাইম হাসানের ক্যাচ হন জিম্বাবুইয়ান ওপেনার কেভিন কাসুজা।

তবে ৭ রানের মাথায় প্রথম উইকেট হারালেও পরে সেই ধাক্কা দারুণভাবে কাটিয়ে ওঠে জিম্বাবুয়ে। দ্বিতীয় উইকেটে অধিনায়ক ক্রেইগ আরভিন আর প্রিন্স মাসভরে ৯৭ রানের জুটিতে এখন পর্যন্ত অবিচ্ছিন্ন আছেন। মাসভরে ৬২ আর আরভিন ব্যাটিংয়ে ৩৩ রানে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST