খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: বক্স অফিসে ব্যাঘ্রগর্জন৷ মুক্তির প্রথম সপ্তাহ শেষে ইতিমধ্যেই ২০০ কোটিরও বেশি আয় করে ফেলেছে সলমন খানের ‘টাইগার জিন্দা হ্যায়’৷ ছবি নিয়ে আলোচনা সর্বত্র৷ তবে এবার আরও একটি বড় তথ্য সামনে এল৷ পরিচালক আলি আব্বাস জাফর জানিয়েছেন, এ ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও শ্রদ্ধা জানানো হয়েছে৷
আইসিস কার্যকলাপ ছবিতে যেভাবে তুলে ধরা হয়েছে, তাতে মুগ্ধ সিনেপ্রেমীরা৷ ভিলেনের ঠান্ডা চাহনি আর ভাইজানের হিম্মতের লড়াই পর্দায় সকলেই উপভোগ করেছেন৷ এখনও করছেন৷ তবে এ তো স্রেফ পর্দার বিষয় নয়৷ বাস্তবেও ঘটেছিল অনেকটা এমনটাই৷ তখন সবে ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদি৷ মাসকয়েক হয়েছে৷ এরমধ্যেই ভারতীয় নার্সদের অপহরণ করে আইসিস জঙ্গিরা৷ সেই পরিস্থিতি দক্ষতার সঙ্গেই সামলেছিলেন সদ্য প্রধানমন্ত্রী হওয়া মোদি৷ ছবিতে এ প্রসঙ্গ এসেছে৷ দেখানো হয়েছে মন্ত্রীকে৷ তবে সরাসরি নয়, প্রতীকীভাবে৷ ছবিতে পরেশ রাওয়ালের মুখে একটি সংলাপ আছে, ‘পিএম সাবকো পাতা হ্যায়?’ তখন অপহৃত নার্সদের উদ্ধারের অপারেশনে নেমেছে এজেন্ট টাইগার৷ আসলে এই সংলাপ ছিল, ‘মোদিজিকো পাতা হ্যায়?’ পরে সেন্সর বোর্ডের নির্দেশে তা পালটানো হয়৷ কেননা পুরো ছবিতে টাইগারের কার্যকলাপ কাল্পনিক৷ যেভাবে র এবং আইএসআই-এর এজেন্টদের একযোগে কাজ করতে দেখা গিয়েছে, তা অন্তত এই ক্ষেত্রে কাল্পনিক৷ সেখানে মোদির নাম ব্যবহারে সমস্যা হতে পারত৷ তাই সেন্সর বোর্ড তা বদলানোর নির্দেশ দেয়৷ কিন্তু পরিচালক জানাচ্ছেন, মোদিকে ট্রিবিউট দিয়েই এ ছবি তৈরি করেছেন তিনি৷
ক্ষমতায় আসামাত্রই এরকম কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রী৷ কিন্তু ভয়াবহ পরিস্থিতিতেও ভেঙে পড়েননি৷ বরং বিশ্বের এই মুহূর্তে ভয়ঙ্কর জঙ্গিদের সামলেছিলেন দক্ষ হাতেই৷ ঠাণ্ডা মাথায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলেন৷ ছবিতে দেখা গিয়েছে, মন্ত্রীর চরিত্র, শুধু ভারতীয় নার্সদের নয়, পাকিস্তানি নার্সদেরও ছাড়ানোর নির্দেশ দিয়েছে৷ এটাই প্রকৃত ভারতবর্ষের প্রতীক৷ মোদির এই জঙ্গি মোকাবিলাকে আধার করেই কল্পনায় চিত্রনাট্য সাজিয়েছিলেন আলি আব্বাস৷ ছবিমুক্তির এতদিন পর এক সংবাধম্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা প্রকাশ করলেন তিনি৷
খবর ২৪ ঘণ্টা.কম/ জন