খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ১৬ বারের দেখায় ৮ ম্যাচে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীতে ৭ ম্যাচে জিতেছে রাজস্থান রয়্যালস। সমীকরণ যেটাই বলুক তাকাতে হবে আইপিএলের এবারের আসরের বর্তমান দু’দলের দিকে। আজ রোববার আসরের ১১তম ম্যাচে বেঙ্গালুরুতে টস জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিকরা। ব্যাটিংই বলা যায় দু’দলের প্রধান শক্তি। ব্যাট হাতে যে দল জ্বলে উঠবে সেই দলই এগিয়ে থাকবে এই ম্যাচে। চলতি আসরে দু’দলই খেলেছে দুই ম্যাচ করে তবে জিতেছে এক ম্যাচে।
এর আগে গত দুই আসরে নিষিদ্ধ থাকা রাজস্থান রয়্যালস টুর্নামেন্ট শুরুর আগে পরিবর্তন আনতে হয়েছে দলে। বল টেম্পারিংয়ের দায়ে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথকে বাদ দেয় দলটি। ভারতীয় খেলোয়াড় আজিঙ্কা রাহানেকে করা হয় নতুন অধিনায়ক।
দু’দলের যে কজন খেলোয়াড় যে কোনো সময় মোড় ঘুরিয়ে দিতে পারে ম্যাচের। তাদের মধ্যে অন্যতম বেঙ্গালুরুর এ বি ডিভিলিয়ার্স, সাঞ্জু স্যামসন ও বিরাট কোহলি। অন্যদিকে রাজস্থানের আছে বেন স্টোকস, উমেশ যাদবরা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
কুইন্টন ডি কক, ব্রেন্ডন ম্যাককালাম, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, পবন নেগী, মন্দিপ সিং, ক্রিস ওকস, ওয়াশিংটন সুন্দর, উমেশ যাদব, কুলাওয়ান্ত কেজরলিয়া এবং যুবেন্দ্র চাহাল।
রাজস্থান রয়্যালস
আজিঙ্কা রাহানে (অধিনায়ক), আর্চি শর্ট, সাঞ্জু স্যামসন, বেন স্টোকস, জস বাটলার, রাহুল ত্রিপাঠি, কৃষ্ণাপ্পা গৌতম, শ্রেয়াস গোপাল, ধাওয়াল কুলকার্নি, জয়দেব উনাদকাট ও বেন লুংলিন।
খবর২৪ঘণ্টা.কম/রখ