খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক। ফিল্ডিংয়ে নেমেছে টিম শ্রীলঙ্কা।
সিরিজে দ্বিতীয় বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। আত্মবিশ্বাসের দিক থেকে অবশ্য এগিয়ে আছে জিম্বাবুয়ে। কারণ প্রথম দেখাতে তারা লঙ্কানদের বিরুদ্ধে দারুণ এক জয় তুলে নিয়েছিল।
এদিকে তিন জাতির এই সিরিজে দুই জয়ে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। পাশাপাশি শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে উভয় দলও দুটি করে ম্যাচ খেলেছে। বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটের হার দিয়ে নিজেদের মিশন শুরু করলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১২ রানে হারায় জিম্বাবুয়ে। সেই হার দিয়েই শ্রীলঙ্কার শুরু। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক দলের কাছে তাদের হার ১৬৩ রানে।
ফাইনালের আশা টিকিয়ে রাখতে শ্রীলঙ্কার এ ম্যাচে জয়টা খুব জরুরী। চন্ডিকা হাথুরুসিংহের দলের জন্য সমীকরণটা বেশ কঠিন। শেষ দুটি ম্যাচেই জিততে হবে। পাশাপাশি হিসেব করতে হবে বোনাস পয়েন্টেরও।
খবর২৪ঘণ্টা.কম/রখ