দেখতে দেখতে কেটে গেলো সময়। শুরু হয়ে যাচ্ছে এবার ব্যাট-বলের ধুম-ধাড়াক্কা লড়াই। বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বেক্সিমকো ঢাকা এবং মিনিস্টার গ্রুপ রাজশাহী।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত দর্শকহীন এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টস জিতেছেন ঢাকার অধিনায়ক মুশফিকুর রহীম। টস জিতে তিনি ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।
রাজশাহী একাদশ:
মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, নুরুল হাসান সোহান, ফজলে রাব্বি, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শেখ মেহেদি, এবাদত হোসেন, মুগ্ধ, আনিসুল ইমন
ঢাকার একাদশ :
মুশফিকুর রহীম (অধিনায়ক), নাইম শেখ, তানজিদ হাসান তামিম, রুবেল হোসেন, নাসুম আহমেক, আকবর আলী, ইয়াসির রাব্বি, সাব্বির হোসেন, মেহেদি রানা, মুক্তার আলি, নাইম হাসান।
জেএন