খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: টঙ্গী বাজারে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা । টাকা ছিনিয়ে নিয়ে দুই মোটরসাইকেলে চড়ে ছিনতাইকারীরা অস্ত্রের মহড়ায় বীরদর্পে চলে যায়। এসময় ফাঁকা গুলি বর্ষণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গী বাজারের পাইকারী চাল-ডালের ব্যবসায় প্রতিষ্ঠান জাকির ট্রেডার্সের মালিক জাকির হোসেন ও তার সঙ্গী আরজু আজ সকাল সোয়া ১০টায় ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। তারা টঙ্গী বাজাররের ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকার ব্যাগ নিয়ে রিকশাযোগে স্থানীয় ন্যাশনাল ব্যাংকের শাখায় যাওয়ার পথে বাজারের চেয়ারম্যান বাড়ি মোড়ে পৌঁছলে দুটি মোটরসাইকেলযোগে ছিনতাইকারীরা তাদের রিকশার গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা অস্ত্র ঠিকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে যায়।
টাকার ব্যাগ রক্ষার চেষ্টাকালে ছিনতাইকারীদের আঘাতে ব্যবসায়ী জাকিরের সঙ্গী আরজু আহত হন। ছিনতাইকারীরা ফাঁকা গুলিতে রাস্তা ফাঁকা করে মোটরসাইকেলযোগে পূর্বে বউ বাজারের দিকে দ্রুত পালিয়ে যায়। যাওয়ার পথে ছিনতাইকারীদের একাধিক ফাঁকা গুলির শব্দে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। বিশ ইজতেমা উপলক্ষে আজ সোমবার পুরো টঙ্গীতে পুলিশের চিড়–নী অভিযান শুরুর প্রাক্কালে এ ঘটনা ঘটলো। ঘটনার পর এলাকায় পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ