খবর২৪ঘণ্টা ডেস্ক: ঝিনাইদহে দুদল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ শফিউদ্দিন ওরফে মনা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশের দাবি, নিহত শফিউদ্দিন ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি ডাকাতিসহ চারটি মামলা রয়েছে।
নিহত ব্যক্তি সদর উপজেলার চোরকোল গ্রামের বাসিন্দা।
শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার বংকিরা গ্রামের পুলিশ ফাঁড়ি থেকে কয়েকশত গজ দূরে গ্রাম্য সড়কে এ গোলাগুলির ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, রাত আড়াইটার দিকে দুদল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখানে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটারগান, দুটি বোমা, একটি গুলিসহ বিভিন্ন মালামাল।
রাতে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩টি ডাকাতিসহ ৪টি মামলা রয়েছে বলে জানান ওসি।
জেএন