ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পিরোজপুরের তিনবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কালীগঞ্জ উপজেলার সাতগাছি গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী শরিফা খাতুন (৩৫) ও ঠিকডাঙ্গা গ্রামের সিএনজি চালক আবুল কালাম (৩৮) ও পদো দাসের ছেলে অরো দাস (৩২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ।
তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে বারোবাজার থেকে অটোরিকশা যাত্রী নিয়ে কালীগঞ্জ যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারীসহ দুইজন নিহত হন। আহত হন আরও দুইজন। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে অরো দাস হাসপাতালে মারা যান।
বারোবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। যশোর সদর হাসপাতালে আরও একজন মারা গেছন।
বিএ/
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।