খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ঝিনাইদহের সদর উপজেলার লাউদিয়া নামক স্থানে বুধবার দুপুরে ট্রাক- ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
নিহতরা হলেন- ইজিবাইক চালক মাহবুব হোসেন (৪০), লাউদিয়া গ্রামের হাজেরা খাতুন (২৩) যাশোর সদর উপজেলার আসলাম হোসেন (৩৩)। অপর দুজনের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন। আহত তিনজনের অবস্থা আশংকাজনক।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, বুধবার দুপুরে সোয়া দুইটার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের লাউদিয়া নামক স্থানে ঝড়বৃষ্টির মধ্যে ট্রাক ও একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ সদস্যরা হতাহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর আরো দুজন মারা যান।
খবর২৪ঘণ্টা.কম/নজ