1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
জয়পুরহাটে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৯ জানয়ারী ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

জয়পুরহাটে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৯ মারচ, ২০১৮
khobor24ghonta.com

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দাম্পত্য কলহের জের ধরে স্বামীর পর স্ত্রী আত্মহত্যা করে থাকতে পারেন বলে মনে করছে পুলিশ।

উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের পশ্চিম রুকিন্দীপুরে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন – উপজেলার রুকিন্দীপুর ফকিরপাড়ার লোকমান হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৪) ও তার স্ত্রী মনি আক্তার (২০)।

এ প্রসঙ্গে আক্কেলপুর থানার এএসআই আসমাউল বলেন, গতকাল বুধবার রাত দশটায় স্বামীর ও আজ সকালে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সাইফুল ইসলাম ও সনি আখতার প্রেম করে বিয়ে করেন। সাইফুলের পরিবার বিয়ে মেনে নিলেও সনি আখতারের পরিবার তা নেননি। সাইফুল ইসলাম জামালগঞ্জ বাজারের একটি হ্যাচারিতে কাজ করে সংসার চালাতেন। কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

সাইফুলের ভাই শহিদুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর সাইফুলের স্ত্রী সনি বাসা থেকে বের হয়ে চলে যান। আর সাইফুল ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দেন। সনি ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখে ধাক্কাধাক্কি করে কোনো সাড়া পাননি। পরে দেয়ালের আলগা ইট খুলে তিনি দেখতে পান সাইফুল ঘরের ভেতর বাঁশের আড়ার সঙ্গে ঝুলছে। সনির চিৎকারে সবাই ছুটে আসে। পরে পুলিশ এসে রাত ১০টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই সময় সবার অলক্ষ্যে বাসা থেকে বেরিয়ে যান সনি। আজ সকালে আমগাছে তাঁর ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

আক্কেলপুর থানার এসআই মোস্তফা বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। পুলিশ গুরুত্বের সঙ্গে ঘটনা তদন্ত করছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST