জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের বিভিন্ন স্থান থেকে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও শিবিরের ২০ নেতাকর্মীসহ ৩৮ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতভর এসব অভিযানে মোট ৩৮ জনকে আটকের দাবী পুলিশের।
জয়পুরহাটের সিনিয়ার সহকারী পুলিশ সুপার (হেড কোর্য়াটার) আকরাম হোসেন জানান, ৮ ফেব্রুয়ারী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার রায়কে কেন্দ্র করে যে কোন অরাজকতা ঠেকাতে পুলিশের বিশেষ অভিযান চলছে।
এর ধারাবাহিকতায় জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি’র ২ জন ও শিবিরের ২ জন, পাঁচবিবি উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি’র ৭ জন, আক্কেলপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি’র ৩ জন, ক্ষেতলাল উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি’র ৩ জন ও কালাই উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি’র ৩ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
এ ছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে অন্যান্য মামলায় আরো ১৮ জনকে আটক করা হয়েছে বলেও জানান সিনিয়ার সহকারী পুলিশ সুপার।
খবর২৪ঘণ্টা.কম/রখ