জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলার তেলিপুকুর এলাকায় একটি ট্রাক্টর উল্টে আব্দুল হান্নান নামে এক শ্রমিক মারা গেছেন। শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হান্নান সদর উপজেলার চৌকউাল এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম হোসেন জানান, সকালে একটি ট্রাক্টর মঙ্গলবাড়ী যাওয়া যাচ্ছিল। পথে তেলিপুকুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ট্রাক্টরে থাকা শ্রমিক আব্দুল হান্নান নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর২৪ঘণ্টা.কম/রখ