জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট জেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি জাহিদুল আলম বেনুকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের এক জরুরি সভায় মঙ্গলবার রাতে এই সিদ্ধান্ত হয়।
জাহিদুল আলম বেনু আয়মা রসুলপুর ইউনিয়নের চেয়ারমান। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
মঙ্গলবার রাতে জয়পুরহাট পৌর মিলায়তনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার বম্বু ইউনিয়নের চেয়ারম্যান ও ফোরামের সদস্য মোল্লা সামছুল আলম এতে সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ফোরামের ২৫ জন সদস্য সর্বসম্মতিক্রমে বেনুকে বহিষ্কার করেন।
বহিষ্কৃত বেনুর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তিনি ফোরামের কর্মকাণ্ডে অনীহা দেখিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর কোনো সভা ডাকেননি। এছাড়া সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
চেয়ারম্যান ফোরামের সভায় সদস্য মোল্লা সামছুল আলমকে সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন ফোরামের সাধারণ সম্পাদক আহসান কবির।
খবর২৪ঘণ্টা.কম/রখ