জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট পৌরসভার নিম্নাঞ্চলের জলাবদ্ধতা নিরসনের লক্ষে সংযোগ ড্রেন নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় একটি রেস্তোঁরার হল রুমে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের জয়পুরহাট জেলা শাখার ফেলোবৃন্দের উদ্যেগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে ভুক্তভোগি এলাকাবাসির পক্ষে বক্তব্য রাখেন সংগঠনটির রাজনৈতিক ফেলো সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহেদা কামাল, জেলা পরিসদের সদস্য ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পদক মিজানুর রহমান টিটো, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরে মওলা পলাশ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কো-অডিনেটর আফসানা লিপি প্রমূখ। বক্তারা বলেন, জয়পুরহাট পৌরসভার আল-হেরা ধান সেরা মাঠের ড্রেনসহ পৌর এলাকার ড্রেনেজ ব্যাবস্থা পরিকল্পিত ভাবে নির্মিত হচ্ছে, তবে এ ড্রেনেজ ব্যাবস্থা আরো দীর্ঘ করে নিকটবর্তী কোন খাল বা নদী পর্যন্ত নেওয়া হলে শহরের এ জলাবদ্ধতা থাকবে না। এ ব্যাপারে দাতা সংস্থার মাধ্যমে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এ সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন জয়পুরহাট পৌরসভার ২নং প্যানেল মেয়র মুশফিকুর আলম বুলু ও কাউন্সিলর ইকবাল হোসেন সাবু।
খবর২৪ঘণ্টা.কম/রখ