জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট শহরের আর্দশপাড়া এলাকা থেকে ইয়াবা সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। রবিবার সকাল ১১ টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- জয়পুরহাট শহরের খুলু পাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে শুকুর আলী(১৫), আবদুর রউফের ছেলে সোহেল রানা (২৫), মাসটার পাড়া এলাকার লাল মিয়ার ছেলে সবুজ আলী(৩০), আঃ সামাদের ছেলে সুমন (২৫)।
জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরির্দশক সাকিব সরকার জানান, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আর্দশ পাড়া এলাকায় মাদক কেনা বেচা হচ্ছিলো, এমন তথ্য পেয়ে ওই এলাকায় একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা, ১ টি খেলনা পিস্তল, ১টি ধারালো চাকু, নগদ ৪ হাজার ৭০০ টাকা সহ ওই ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে বলেও জানান তিনি।
খবর২৪ঘণ্টা.কম/রখ