খবর ২৪ঘণ্টা ডেস্ক: জয়পুরহাট শহরের আরামনগর মহল্লায় রাইস কুকারে রান্না করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে নারী ও শিশুসহ একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আগুন লাগার পর পরই ফায়ার সার্ভিস কর্মীরা এসে আব্দুল মোমিন (৩৭), তার মা মোমেনা বেগম (৬৫) ও তার মেয়ে জেএসসি পরীক্ষার্থী বৃষ্টির লাশ উদ্ধার করে।
এসময় আগুনে দগ্ধ মোমিনের স্ত্রী পরিনা বেগম, বাবা দুলাল হোসেন, মোমিনের অন্য দুই মেয়ে হাসি, খুশি ও এক বছরের ছোট ছেলে আব্দুর নূরকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
পরে দগ্ধদের মধ্য থেকে আরও ৪ জনের মৃত্যু হয়।
জয়পুরহাট ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।