1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
জোট শরিকদের ৬৫ থেকে ৭০টি আসন দেয়া হবে: কাদের - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৯ মে ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

জোট শরিকদের ৬৫ থেকে ৭০টি আসন দেয়া হবে: কাদের

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮

খবর ২৪ ঘন্টা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জোটের শরিক আনুমানিক ৬৫-৭০ আসন দেয়া হবে।

সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে ধানমণ্ডির নির্বাচনী কার্যালয়ে সাংবদিকদের তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, এর সংখ্যা কমতেও পারে, আবার বাড়তে পারে। এটা ডিপেন্ট করবে উইনেবল (ইলেকটেবল) ক্যান্ডিডেটের ওপর।

তিনি বলেন, আমাদের শরিক দলগুলো কয়জন ‘ইলেকটেবল ক্যান্ডিডেট’ দিতে চান। আওয়ামী লীগেও যারা ‘ইলেকটেবল ক্যান্ডিডেট’ তারা মনোনীত হবেন।

যুক্তফ্রন্ট কোন প্রার্থী তালিকা পাঠায়নি বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি যদি বড় ধরনের অ্যালাইয়েন্সের সমীকরণে যায়, আমরাও করব।

ওবায়দুল কাদের বলেন, অনেকেই আছে, তারা আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে চান, তাদের কোনো প্রার্থীর লিস্ট নেই। গণতান্ত্রিক জোট, যেখানে ৩৯টি দল আছে।

তিনি আরও বলেন, ইশতেহার প্রায় চূড়ান্ত। সম্ভবপর সময়ের মধ্যেই প্রকাশ করা হবে।

কাদের বলেন, সংসদীয় মনোনয়ন বৈঠকে দেশি বিদেশি ৫-৬টি সার্ভে জনমত রিপোর্টগুলো উপস্থাপন করা হয়। এই রিপোর্টগুলো আমরা স্টাডি করব। এখন আমরা আনুষ্ঠানিক মনোনয়ন পর্ব শুরু করিনি। দু-একদিন পরেই আনুষ্ঠানিক পর্ব শুরু করব।

তিনি বলেন, এখন আমরা আনুষ্ঠানিক মনোনয়ন পর্ব শুরু করিনি। যেহেতু নির্বাচন ৭ দিন পিছিয়ে গেছে। সে জন্য আমরা রিপোর্টগুলো ধরে চুলচেরা বিশ্লেষণ করছি। যাতে আমাদের মনোনয়নে জনমতের প্রতিফলন হয় সে জন্য বোর্ডের সকল সদস্যরা পর্যালোচনা করছি। হয়ত দুই এক দিন পরেই আনুষ্ঠানিক পর্ব শুরু করব।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাম, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ান হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, পারভীন জামান কল্পনা প্রমুখ।

খবর ২৪ ঘন্টা /আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team