চাঁদপুরের ফরিদগঞ্জে জেল থেকে বেরিয়ে ৬৫ বছর বয়সী মা মনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করেছেন ছেলে মমিন দেওয়ান।
বুধবার সকালে উপজেলার পশ্চিম বড়ালী দেওয়ান বাড়িতে গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনোয়ারা একই বাড়ির আবদুল হাশেমের স্ত্রী। এ ঘটনায় ৪২ বছর বয়সী মমিনকে আটক করেছে পুলিশ। তিনি মানসিক রোগী ছিলেন।
পুলিশ জানায়, এর আগে একটি হত্যা মামলায় কারাগারে ছিলেন মমিন। তিন মাস আগে তিনি জামিন পান। এরপর থেকে তার মা ও ভাগ্নিকে মারধর করাসহ মেরে ফেলার হুমকি দিতে থাকেন।
স্থানীয়রা জানায়, বুধবার ভোরে হঠাৎ উত্তেজিত হয়ে ঘরে থাকা দা দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেন মমিন। এরপর বাড়ি থেকে পালিয়ে যান। পরে তাকে আটক করতে ফেসবুকে একটি পোস্ট করেন ফরিদগঞ্জ থানার ওসি। পোস্ট করার কিছুক্ষণ পরই পৌর শহরের ভাটেরগাঁও গ্রামে তাকে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে তাকে আটক করে পুলিশ।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, মনোয়ারা বেগমের মরদেহ উদ্ধার করে চাঁদপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মমিনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিএ/