রাজশাহী জেলা পরিষদের আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মোহাম্মদ আলী সরকার।
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মোহাম্মদ আলী।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী সরকার বলেন, আমি গতবার নির্বাচন করে জয়লাভ করেছি। এবারও নির্বাচনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু দল অন্য একজনকে মনোনয়ন দিয়েছে, তাই দলের প্রতি সম্মান রেখেই তাকে সমর্থন দিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানো ঘোষণা দিচ্ছি।
তিনি আরও বলেন, আমি জেলা পরিষদে থাকাকালীন আমার সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করেছি। জেলা পরিষদ ভবন নির্মাণ করেছি। এবার আমি নির্বাচন করছি না। তবে আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে অবশ্যই সমর্থন করব।
এ সময় সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।
বিএ/