খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: শিশুকালে মায়ের লিপস্টিককে রঙ পেনসিল হিসাবে আমরা প্রায় সবাই ব্যবহার করেছি৷ শুধু লিপস্টিক নয়, মায়ের অন্যান্য কসমেটিক্সের উপর ছোটবেলা থেকেই একটা টান বোধ করেছি৷ কিন্তু ২০ বছর বয়সে পা দেওয়ার পর এই আকর্ষণের ধরণটা একটু বদলে যায় মেয়েদের ক্ষেত্রে৷ এই সময় রঙ পেনসিল নয়, ঠোটকে রাঙিয়ে তোলার জন্য প্রয়োজন হয় লিপস্টিকের৷
এছাড়া বয়ঃসন্ধিতে পিম্পলের সমস্যা তো সব তরুণীদের কাছেই বড় সমস্যা৷ এই সময়ে তা ঢাকার জন্য নানা ধরণের ত্বকের প্রোডাক্ট ব্যবহার করতে শুরু করি৷ কিন্তু সাজগোজের বিষয়টির সঙ্গে নতুন করে পরিচিত হওয়ার প্রয়োজন পড়ে এই সময়টিতে৷ আর নতুন করে পরিচিত হওয়ার জন্য আবশ্যিক কতগুলি প্রোডাক্ট আপনার কাছে অবশ্যই থাকা উচিত৷ সেগুলি হল:-
১) মাসকারা: সবথেকে প্রথমেই তরুণীদের প্রয়োজন একটি মাসকারা৷ একটি ভালো মাসকারা আপনার চোখের পলকগুলিকে আরও ঘন দেখাতে সাহায্য করে৷ অনেকেই মাসকারা লাগানোর পদ্ধতিকে জটিল ভেবে মাসকারা ব্যবহার করেন না৷ কিন্তু কয়েকবার প্র্যাকটিস করলেই আপনি পারদর্শী হয়ে উঠবেন মাসকারা লাগাতে৷ যা আপনার চোখের পলকগুলিকে আরও ঘন ও আকর্ষণীয় করে তুলবে৷
২)কলসিলার: আগেই বলা হয়েছে, এই বয়সের সব থেকে বড় সমস্যা পিম্পল৷ এগুলিকে ঢাকতে আপনার প্রয়োজন কনসিলারের৷ তবে উপযুক্ত কনসিলার, ফাউন্ডেশন এবং সানস্ক্রিন নির্বাচন করতে আপনার একটু অসুবিধা হতে পারে৷ চিন্তা করবেন না৷ বেছে নিন সিসি অর্থাৎ কালার কারেক্টিং ক্রিম৷ যা এসপিএফ ও ময়স্চরাইজার সম্পন্ন হবে৷ এই ক্রিমটি আপনার ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে৷
৩) কাজল: আপনার মুখের একটি গুরুত্বপূর্ণ অংশ হল চোখ৷ একটি কালো কাজল ব্যবহার করে আপনি আপনার চোখকে আকর্ষণীয় করে তুলতে পারেন৷ চেষ্টা করুন স্মাজ-প্রুফ কাজল কিনতে৷ স্মোকি আই আঁকতে এই ধরণের পেনসিল আপনাকে সাহায্য করবে ও আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে৷ তবে বর্তমান সময়ে শুধু কালো রঙ নয়, নীল, সবুজ, বেগুনী, সোনালী ইত্যাদী বিভিন্ন রঙের কাজল কিনতে পাওয়া যায়৷ এগুলি আপনি আই লাইনার হিসাবেও ব্যবহার করতে পারবেন৷
৪) লিপস্টিক: একটি সঠিক বর্ণের লিপস্টিক আপনাকে এক মুহুর্তে উজ্জ্বল করে তুলতে পারে৷ তাই নিজের ত্বকের বর্ণের সঙ্গে মানানসই লিপস্টিক ব্যবহার করুন৷ বিভিন্ন অনুষ্ঠানের জন্য আপনি বিভিন্ন বর্ণের লিপস্টিকও ব্যবহার করতে পারেন৷ যেমন বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার সময় লাল অথবা কমলা রঙের লিপস্টিক ব্যবহার করতে পারেন৷
৫) ব্লাশ: এমন কিছু দিন থাকে যখন আপনার মুখ অত্যন্ত অনুজ্জ্বল থাকে এবং কিছু করেই সেই অনুজ্জ্বলতাটা আপনি কাটাতে পারেন না৷ এই দিনগুলির জন্য আপনার প্রয়োজন ব্লাশের৷ সঠিক পদ্ধতিতে ব্লাশ লাগালে তা সঙ্গে সঙ্গে আপনার মুখে উজ্জ্বলতা এনে দেয়৷ চেষ্টা করুন ন্যাচরাল রঙের ব্লাশ ব্যবহার করতে৷
বলা যেতে পারে এই বয়স থেকেই মেকআপের উপর অধিক নজর দেন তরুণীরা৷ কিন্তু অনেকে আবার প্রয়োজন অতিরিক্ত মেকআপ ব্যবহার করেন৷ যেকোন নতুন ধরণের প্রোডাক্ট এলেই কিনে ফেলেন৷ বর্তমানে বাজারে বহু নামি মেকআপ ব্যান্ড রয়েছে৷ তবে নামি মাত্রেই যে তা আপনার ত্বকের জন্য ভালো হবে তার কোন নিশ্চয়তা নেই৷ আর সেই সব প্রোডাক্ট ব্যবহারের ফল হীতে বিপরীত হতে পারে৷ তাই কোন প্রোডাক্ট কেনার আগে দেখে নিন সেটি আপনার ত্বকের সঙ্গে মানানসই কিনা৷ তারপরই সেই প্রোডাক্টটি কিনুন৷
খবর২৪ঘণ্টা.কম/রখ