খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: শিক্ষার্থীদের উপর চাপ কমাতে আগামী জেএসসি-জেডিসি পরীক্ষা থেকে নম্বর ও বিষয় কমানো হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক সভা শেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসোইন সাংবাদিকদের একথা জানান।
সোহরাব হোসেন বলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২০০ নম্বর কমানোর সিদ্ধান্ত আসছে। আগামী ৩১ মে সভায় বিষয়টি চূড়ান্ত হবে। এখন চতুর্থ বিষয়সহ মোট ৮৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সেই পরীক্ষা হবে ৬৫০ নম্বরে।
সচিব বলেন, শিশু শিক্ষার্থীদের উপর বেশি চাপ পড়ছে বলে চাপ কমানোর উদ্যোগ নিয়েছি। আপাতত কিছু বিষয় কমানো যায় কি-না, কমালে এ বছর থেকে বাস্তবায়ন করবো।
এখন জেএসসি ও জেডিসি পরীক্ষায় বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র মিলে ১৫০ এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে পরীক্ষা হতো ১৫০ নম্বরের। কিন্তু নতুন নিয়ম কার্যকর হলে বাংলা ও ইংরেজি মিলে মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে। এ ছাড়া চতুর্থ বিষয়ের পরীক্ষা বন্ধ করে আরও ১০০ নম্বর কমানো হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ