নিজস্ব প্রতিবেদক :
২০১৭ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৫৪ শতাংশ।
শনিবার দুপুর সোয়া ২টায় রাজশাহী বোর্ডের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তরুণ কুমার সরকার।
ছাত্রী পাসের হার ৯৬ দশমিক ২১ শতাংশ ও ছাত্র পাসের হার ৯৪ দশমিক ৮৪ শতাংশ। মোট পাসের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৫৩০ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৬১০ জন ছাত্র ও ২১০২৩ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। ২ হাজার ৯৭৩টি স্কুলের পরীক্ষার্থীদের ২৪৩ টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়। ১০০ শতাংশ পাসকৃত স্কুলের সংখ্যা ১ হাজার ৩৫ টি এবং ৫টি স্কুল থেকে কেউ পাস করেনি।
খবর২৪ঘণ্টা/এমকে