খবর২৪ঘন্টা স্পোটর্স ডেস্কঃ
ওল্ড ট্রাফোর্ডে পা রেখেই ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়েছেন সবসময়ই আপন মনে হয় ম্যানচেস্টার ইউনাইটেডকে। তবে সাবেক ক্লাব হলেও, মঙ্গলবার তিনি এসেছিলেন প্রতিপক্ষ হিসেবে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে।
ম্যাচে কোনো গোল করতে পারেননি জুভেন্টাসের এ তারকা। তবে তার সহায়তায় আর্জেন্টাইন তারকা পাউলো দিবালার গোলেই ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস। সাবেক ক্লাবকে হারিয়েই বর্তমান ক্লাবে ফিরেছেন রোনালদো। আগের ম্যাচে ইয়ং বয়েজের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন দিবালা। তাই তার প্রতি ম্যানইউয়ের বিপক্ষেও ছিলো তেমন কিছুরই প্রত্যাশা। সবার আস্থার প্রতিদান দিয়ে ম্যাচের মাত্র ১৭ মিনিটেই দলকে এগিয়ে দেন দিবালা।
রোনালদো বল বাড়িয়েছিলেন গোল মুখে বলের অপেক্ষায় থাকা হুয়ান কুয়াদ্রোদোর দিকে। কিন্তু একজন ডিফেন্ডারের পায়ে লাগার ফলে বল পেয়ে যান ফাঁকায় থাকা দিবালা। ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন এ আর্জেন্টাইন তারকা।
তিন ম্যাচের সবকটিতে জেতা ইউভেন্তুস ৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪। ‘এইচ’ গ্রুপে দিনের অন্য ম্যাচে ইয়াং বয়েজের মাঠে ১-১ গোলে ড্র করা স্পেনের ক্লাব ভ্যালেন্সিয়া ২ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। ইয়ং বয়েজের পয়েন্ট ১।
খবর২৪ঘন্টা / সিহাব