1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
জীবনের নিরাপত্তা চেয়ে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১৭ জানয়ারী ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন

জীবনের নিরাপত্তা চেয়ে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৭ মে, ২০২০

নাটোর প্রতিনিধি: নাটোরে ছাত্রলীগ নেতার প্রাণ নাশের হুমকিতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা উসমান গণি ভূইয়া। এছাড়া তিনি কোন মামলা মোকদ্দমা না থাকার পরও তার ছেলে ইউনিয়ন যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম কালিয়াকে জন সম্মুখে নিরস্ত্র আটক করে দেশীয় অস্ত্র দিয়ে মামলায় দেওয়ার গ্রেফতারের প্রতিবাদ জানান। তিনি সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের চেয়ারম্যান ও হরিশপুর এলাকার বাসিন্দা।
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে শহরের ইউনাইটেড প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে এসব অভিযোগ করেন। উসমান গণি বলেন, তিনি দীর্ঘ ১৮ বছর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছিলেন। তিনি একজন মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান। তারপরও রাজনৈতিক রোষা নলের কারণে তাকে নানা ভাবে হয়রানি , মারপিট ও প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। গতকাল তিনি পরিষদে থাকা কালীন জেলা ছাত্রলীগের সভাপতি তার সমর্থকদের নিয়ে স্বশস্ত্র তার বাড়িতে চড়াও হয়ে তার স্ত্রীকে মারপিট করে বাড়িতে ভাংচুর ও লুটপাট করে। এছাড়া তার ছেলেকে নিরস্ত্র অবস্থায়ই উইনিয়ন পরিষদ থেকে আটক করে পুলিশ। আজ দুপুরে দেশীয় অস্ত্রসহ জেল হাজতে প্রেরণ করেছে। তারপরও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তিনি জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছেন। তাই তিনি জড়িতদের আটক করে আইনের আওতায় আনার দাবী করেন ও জীবনের নিরাপত্তা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় উসমান গনির ছেলে সাংবাদিকদের সামনে তার বাবার অসহায়ত্বের বর্ণনা দিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST