খবর২৪ঘণ্টা ডেস্ক: রাজধানীর শাজাহানপুরে নলকূপের পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। উদ্ধার তৎপরতায় অবহেলার কারণে এ ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেন হাইকোর্ট।
জিহাদের মৃত্যুর তিন বছর পর সব আইনি প্রক্রিয়া শেষে ২০ লাখ টাকার চেক ও পে অর্ডার শিশুটির মা-বাবার নামে খোলা একটি যৌথ ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মামলার রিটকারী আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুল হালিম।
তিনি বলেন, ‘আদালতের আদেশের পর জিহাদের বাবা নাসির উদ্দিন এবং মা খাদিজা বেগম উত্তরা ব্যাংকের মতিঝিল শাখায় একটি যৌথ অ্যাকাউন্ট খুলেছেন। ওই অ্যাকাউন্টে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের দেওয়া ১০ লাখ টাকার পে অর্ডার এবং রেলওয়ে কর্তৃপক্ষ ১০ লাখ টাকার চেক দিয়েছে। এ বিষয়ে আগামী ১৪ আগস্ট আদালতে মামলাটির তারিখ নির্ধারিত রয়েছে। ওইদিন আমরা বিষয়টি আদালতকে অবহিত করবো।’
এর আগে ২০১৪ সালের ২৬ ডিসেম্বর শাজাহানপুর রেল কলোনিতে একটি খোলা নলকূপের পাইপে পড়ে নিচে তলিয়ে যায় চার বছরের শিশু জিহাদ। এরপর প্রায় ২৩ ঘণ্টা চেষ্টা চালিয়েও তাকে উদ্ধারে অপারগতা প্রকাশ করে ফায়ার সার্ভিস। এর কিছু পরেই কয়েকজন তরুণের তৎপরতায় তৈরি করা যন্ত্রে পাইপের নিচ থেকে তুলে এনে হাসপাতালে ভর্তি করা হয় জিহাদকে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুল হালিম হাইকোর্টে রিট দায়ের করেন। সেই রিটের প্রাথমিক শুনানি শেষে ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ে শিশু জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হয়। পরে এ আদেশের বিরুদ্ধে দুটি পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করা হলে তা খারিজ করে দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।
খবর২৪ঘণ্টা.কম/জেএন