1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
জিমেল এ যোগ হবে আরও দুটি ফিচার - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

জিমেল এ যোগ হবে আরও দুটি ফিচার

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১৭ মে, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: গুগল নতুন মোড়কে হাজির করল পুরনো ফিচারটিকে৷ গত মাসে বেশ কয়েকটি নতুন ফিচার সহযোগে জি-মেলকে পুনরায় লঞ্চ করছে গুগল৷ জি-মেলে নতুন আবডেট আসার কথা ঘোষণা করার প্রায় এক মাসের মধ্যেই আসতে চলেছে এই দুটি ফিচার৷ একটি ন্যুজ অন্যটি অফলাইন মোড৷

ন্যুজ, নামেই রয়েছে পুরো বিষয়টি৷ বাদ পড়ে যাওয়া মেল সর্ম্পকে ইউজারদের পুনরায় মনে করিয়ে দেবে ফিচারটি৷ পাশাপাশি, কোন মেলের উত্তর দেওয়া বাদ পড়লে সেগুলির বিষয়ে নটিফিকেশন পাঠানোর দায়িত্বও থাকবে ফিচারটির উপর৷ অপশানটি ইউজারের অপছন্দ হলে, সেটিং চেঞ্জের মাধ্যমে পরিবর্তন করা সম্ভব হবে৷ অপর ফিচারটি হল অফলাইন মোড৷ এটির মাধ্যমে ইউজার জি-মেলের সুবিধা পাবেন বিনা ইন্টারনেট পরিষেবায়৷ কানেকশন ছাড়াও লেখা, মুছে ফেলা, সার্চ এই কাজগুলি করতে পারবেন৷

ন্যুজ ফিচারের মতনই অফলাইন মোডের অপশানটি টার্ন অন করার সুযোগ থাকবে৷ যাতে পরে সেটি ব্যবহার করতে পারেন ব্যবহারকারীরা৷ অফলাইন মোডের প্রয়োজন না হলে আপনি এটিকে সহজেই সরিয়ে দিতে পারেন৷ সেজন্য ইউজারকে করতে হবে, সেটিং-অফলাইন মোড-এনাবেল অফলাইন জি-মেল৷

অফলাইন মেল অপশানটি অ্যাকটিভেট করার জন্য কতদিনের জন্য এই অপশানটি ইউজার ব্যবহার করতে চাইছেন সে সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে পেজটির একেবারে নীচে সেভ চেঞ্জেস অপশানটিতে ক্লিক করে৷ তবে, ফিচার দুট হাতে পাওয়ার জন্য ইউজারদের অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন৷

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST