1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
জালিমরা পালিয়েছে মজলুমকে মুক্তি দিন : মুজিবুর রহমান - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন

জালিমরা পালিয়েছে মজলুমকে মুক্তি দিন : মুজিবুর রহমান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের মানুষের উপর নির্মমভাবে গণহত্যা চালিয়েছে। কোনো অপরাধ ছাড়ায়ে বছরের পর বছর জেলে বন্দী করে রেখেছে। আমাদের মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম তাদের একজন। বর্তমান সরকারকে বলবো তাকে দ্রুত মুক্তি দিন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবিতে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নগরীর হেতেম খাঁ জাদুঘর মোড় থেকে বিক্ষোভটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে গণকপাড়া মোড়ে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

তিনি আরো বলেন, ক্ষমতাকে টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিরোধী দলের নেতা-কর্মীদের নির্বিচারে নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে। মানবাধিকার সংগঠন গুলোর তথ্যানুযায়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত শাসনামলে দেশে বিচারবহির্ভূত হত্যাকান্ডের শিকার হয়েছেন ২৬৯৯ জন, গুম হয়েছে ৬৭৭ জন। আর ২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের সংখ্যা ৩০০০ ছাড়িয়ে যাবে।

তিনি বলেন, স্বৈরাচার হাসিনা কখনো কল্পনাও করেনি গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন হবে। শেখ হাসিনা যেই আইন দিয়ে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছে সেই আইনের মাধ্যমেই এবার তার গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার করা হবে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর নায়েব আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, বানিজ্য ও উন্নয়ন সম্পাদক অধ্যাপক এমকেএম সরোয়ার জাহান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিনসহ প্রমুখ।

বিএ…

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST