আন্তর্জাতিক ডেস্ক: জার্মানিতে একদিনে রেকর্ডসংখ্যক ৪ হাজার ৭৫১ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৬৬ জন।
সোমবার জার্মানির স্বাস্থ্য কমিশন এ তথ্য জানায়। এ নিয়ে জার্মানিতের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৭ হাজার ২৯৮ জনে এবং মোট মৃত্যু ৪৫৫। খবর আরটির
তবে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় জার্মানিতের আক্রান্ত হওয়া ও মৃত্যুর হার কম। ইতালিতে এ ভাইরাস এখন পর্যন্ত প্রাণ কেড়েছে ১০ হাজার ৭০০ জনের এবং ফ্রান্সে মারা গেছে দুই হাজার ৬০০ জন।
করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ইতোমধ্যে জার্মান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য, একসঙ্গে দুজনের বেশি মানুষের চলাফেরায় নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।
খবর২৪ঘন্টা/নই