বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার খালেদার আপিল শুনানির জন্য গ্রহণ করে এসব আদেশ দেন।
এ মামলায় বিচারিক আদালত খালেদা জিয়াকে অর্থদণ্ডের যে রায় দিয়েছিল সেটি স্থগিত করেছে হাইকোর্ট।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত বছরের ২৯ অক্টোবর ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ অন্য আসামিদের সাত বছর করে কারাদণ্ড, প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড এবং চ্যারিটেবল ট্রাস্টের নামে যে জমি কেনা হয়েছিল তা বাজেয়াপ্ত করার নির্দেশ দেন।
এরপর সাজা থেকে খালাস ও জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে আসা অর্থ আত্মসাতের অভিযোগে ২০১১ সালে রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ মোট চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ২০১৪ সালের ১৯ মার্চ অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
খবর২৪ঘণ্টা, জেএন





