খবর ২৪ ঘণ্টা ডেস্ক :
বৃহত্তর জাতীয় ঐক্যে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর থাকা, না থাকা কয়েকদিন ধরে কানাঘুষা চলছে। বিশেষ করে জামায়াত বিষয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতিবাচক মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে জামায়াতে ইসলামী হঠাৎই আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর জাতীয় ঐক্যে ‘জামায়াত’ খটকা দূর করতেই রুদ্ধদ্বার বৈঠকে বসেছে কামাল হোসেনের গণফোরাম ও তিন দলের সমন্বয়ে গঠিত দল যুক্তফ্রন্ট।জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় রাত আটটার পর এ বৈঠকে বসেন যুক্তফ্রন্ট ও গণফোরামের শীর্ষ নেতারা।
জেএসডির এক শীর্ষ নেতা এই প্রতিবেদককে বলেন, বৈঠকে যুক্তফ্রন্ট এর সাত দফায় গণফোরামের কোনও আপত্তি আছে কি না- বৈঠকে খোলাসা হবে। আর কয়েকটি বিষয়ে আলোচনা হবে।বৈঠকের শুরুতেই বৃহত্তর জাতীয় ঐক্যে যুক্তফ্রন্ট এর ঘোষণা সম্বলিত একটি লিখিত কপি সবার হাতে তুলে দেন আ স ম আবদুর রবের একান্ত সহকারী সাইফুল ইসলাম। ঘোষণা কয়েকটি ধারার কথাও বর্ণিত আছে। ১ (গ)তে রয়েছে তফসিল ঘোষণার পূর্বে সরকারের বিলুপ্তি।
বৈঠকে বিকল্প ধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অবঃ) আব্দুল মান্নান, গণফোরাম সভাপতি বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন, কার্যকরী সভাপতি সুব্রত রায় চৌধুরী, মোস্তফা আমিন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় নেতা ডা. জাহেদুর রহমান, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, দলের কেন্দ্রীয় নেতা আতাউল করিম ফারুক ও সিরাজ হোসেন উপস্থিত রয়েছেন।
এদিকে বৈঠক ঘিরে বাসার সামনে কয়েক পুলিশ ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। তবে পুলিশ এই প্রতিবেদকে জানায়, তারা নিরাপত্তার জন্যই আছেন।এ বৈঠকের মধ্য নিয়ে সরকারবিরোধী একটি জাতীয় ঐক্য গঠনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে যুক্তফ্রন্ট সূত্র জানিয়েছে।প্রসঙ্গত, আ স ম আবদুর রব’র বাসায় এর আগেও বেশ কয়েকবার বৈঠক করেছিলেন প্রস্তাবিত জাতীয় ঐক্যের নেতারা। ওই বৈঠকগুলোতে প্রবীণ এ জাতীয় নেতা ছাড়াও বাম দলের নেতারাও উপস্থিত ছিলেন।সূত্র: আমাদের সময়.কম
খবর ২৪ ঘণ্টা/এমকে