খবর ২৪ ঘন্টা ডেস্ক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান আজ রোববার এক বিবৃতি দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।বিবৃতিতে বলা হয়, ‘ভোট কেন্দ্র দখল, ব্যাপক জাল ভোট প্রদান, ব্যালট ডাকাতি ও ভোটের আগের রাতেই দেশের অধিকাংশ স্থানে সরকারি দলের নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে রেখে নির্বাচনকে প্রহসনের নির্বাচনে পরিণত করেছে। তাই নির্বাচন প্রত্যাখ্যান ও বয়কট করার হলো।’বিবৃতিতে আরও বলা হয়, ‘তফসিল ঘোষণার পর থেকেই জনগণের কাছে প্রতীয়মান হয়, একাদশ জাতীয়
সংসদ নির্বাচন সরকারের নির্দিষ্ট ছক ও নকশা অনুযায়ী সম্পন্ন হতে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জোটের পক্ষ থেকে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তাগিদ দেওয়া হয়। আন্তর্জাতিক মহল থেকেও নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার ব্যাপারে আহ্বান জানানো হয়। কিন্তু শুরু থেকেই একতরফা নির্বাচনের যাবতীয় প্রস্তুতি নিয়ে সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসন সরকারি দলকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করছে।’বাংলাদেশ জামায়াত ইসলামীর ২২ প্রার্থী বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। তাদের প্রত্যেকে নির্বাচন প্রত্যাখ্যান ও বয়কট করছেন বলে ওই বিবৃতিতে দাবি করা হয়। এ নির্বাচন বাতিল করে আবার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। সুত্র: প্রথম আলো