খবর ২৪ঘণ্টা ডেস্ক: জামায়াতে ইসলামীর যেসব নেতারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চাচ্ছেন, তাদের প্রার্থিতা বাতিল করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ।
রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম এ কথা জানান।
এর আগে নির্বাচন কমিশনের প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক করে দলটি।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামী বিষয়ে এইচটি ইমাম বলেন, জামায়াতের প্রার্থীরা বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে উল্লেখ করেছেন। কিন্তু জামায়াতে ইসলামের ওয়েব সাইটে সেই প্রার্থিদের নাম, পদসহ উল্লেখ করা আছে। কাজেই তারা অসত্য তথ্য দিয়েছে। তাই তারা প্রার্থী হিসেবে থাকতে পারে না। আদালতও নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে। তাই আমরা নির্বাচন কমিশনের কাছে জামায়াতের সদস্য যারা ধানের শীষে প্রার্থী হয়েছেন, তাদের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে।
লাঠির ওপর ধানের শীষ নিয়ে প্রচার কাজের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের এই নেতা বলেন, এতে যেকোনো ধরনের সংঘাতের ঘটনা ঘটতে পারে। শুধু বিএনপি নয়, যেকোনো দলেরই নির্বাচনী প্রচারে লাঠি বা দুর্ঘটনা ঘটতে পারে এমন বস্তুর ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।
নির্বাচন কমিশনার মাহবুব তালকুদার বারবার কমিশনের সিদ্ধান্তে বিরোধীতা করায় আওয়ামী লীগের কমিশনের প্রতি আস্থাহীনতা আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আস্থাহীনতা আছে বলে মনে করি না। নির্বাচন কমিশন আদালতের মতো। সেখানে বিচারকরা যেমন নোট অব ডিসেন্ট দিতে পারে, এখানে কমিশনাররাও নোট অব ডিসেন্ট দিতে পারেন। তবে সংখ্যাগরিষ্ঠদের মতামতই গ্রহণযোগ্য হবে।
বিএনপির পোস্টার দৃশ্যমান না হওয়ার বিষয়ে এইচটি ইমাম বলেন, এটি আমাদের (আওয়ামী লীগ) কাছেও গুঞ্জন আছে, বিষয়টি রহস্যজনক।
তিনি বলেন, সারা দেশে আওয়ামী লীগের প্রার্থিদের ওপর ব্যাপক আক্রমণ হচ্ছে। কোথাও সন্ত্রাসী হামলা হচ্ছে। সবকিছু আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরা কাউকে আক্রমণ করি না। হামলা আওয়ামী লীগের ওপরেই হয়েছে। স্বাধীনতার পক্ষের শক্তিদের ওপর বেশি হামলা হচ্ছে।
খবর ২৪ঘণ্টা/ নই