রাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকালে পুলিশ তাদের মারপিট করে তুলে দেয়। এসময় এক শিক্ষার্থীকে পুলিশ আটক করে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন। এরপর তারা মহাসড়ক অবরোধ করলে পুলিশ বাঁধা দেয়। এক পর্যায়ে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ তাদেরকে
পিটিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। আন্দোলনে নেতৃত্ব দেয়া রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর বলেন, ‘আমরা আন্দোলন করছিলাম পুলিশ আমাদের পিটিয়ে সরিয়ে দিয়েছে।’ পুলিশের মারধরে অন্তর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, রাস্তা অবরোধ করে গাড়ি ভাংচুরের চেষ্ঠা করেছিল। তাদের উঠিয়ে দেওয়া হয়েছে। এসময় একজনকে আটক করা হয়েছে।
আর/এস