ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

জাবিতে ঘুড়ি উৎসব

khobor
নভেম্বর ২, ২০১৯ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

জাবি প্রতিনিধিঃ নিয়মিত একঘেয়ে বিকেল থেকে মুক্ত হয়ে ভিন্ন কিছু করার তাগিদ আর ছোটবেলার দুরন্ত শৈশব কে আরেকবার বাস্তবে রূপ দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ আজ আয়োজন করেছে ঘুড়ি উৎসব।
আজ ১৮ ই কার্তিক ১৪২৬ (২ নভেম্বর,২০১৯) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত হয় এই ঘুড়ি উৎসব। বেলা ৩ টায় শুরু হও্য়া এই উৎসব চলে রাতের আঁধার নামা পর্যন্ত।
সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই উৎসবে যোগ দেয় বিভিন্ন বিভাগের প্রায় চার শত শিক্ষার্থী। রঙ-বেরঙের শাড়ি আর পাঞ্জাবীতে সজ্জিত হয়ে অনেকেই ছুটে আসেন ছেলেবেলায় ফিরে যাওয়ার এই উৎসবে।
বহু দূর থেকেই আকাশে উড়তে দেখ যায় নানা রঙের ঘুড়ি। নাটাই হাতে দৌড়াদৌড়ি করতে দেখা যায় অনেক কে। দেখে মনে হয়, বহুদিন পর মুক্ত আকাশে ডানা মেলে উড়বার সুযোগ পেয়েছে যেন তারা। শতাধিক ঘুড়ি আর নাটাই এর ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয়ের মার্কেতিং বিভাগের শিক্ষার্থীরা।
গত ২০১৭ সাল থেকে আরম্ভ হও্য়া এই ঘুড়ি উৎসব এবার তৃতীয় বারের মত সফল ও জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে।
সন্ধ্যা ৬ টায় আনুষ্ঠানিকভাবে এই উৎসবের সমাপ্তি ঘটে।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।