নিজস্ব প্রতিবেদক :
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গরীব ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে মহানগরীর দরগাপাড়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। খাবার বিতরণের আগে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ এ দোয়া মাহফিল ও খাবার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
এরআগে দুপুর সাড়ে১২টায় রাজশাহী বি.বি হিন্দু একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন। রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ১ম থেকে দশম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীরা অংশ নিয়েছিল।তাঁতী লীগের দোয়া মাহফিল: জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১২টায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করে মহানগর তাঁতী লীগ। দোয়া মাহফিলে
বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। অন্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর তাঁতী লীগের সভাপতি আনিসুর রহমান আনার, সাধারণ সম্পাদক মোকশেদ উল আলম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।