চারঘাট প্রতিনিধি :
জাতীয় শোক দিবস ও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীর চারঘাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে চারঘাট হাইস্কুলে মাঠে ইউএনও মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার ভুমি আনিসুর
রহমান, উপজেলা স্কাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আফসানা আলমগীর খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, প্রফেসর ডা. রফিকুল আলম, চারঘাট সার্কেল সহকারী পুলিশ সুপার নূরে আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাস, কৃষি অধিদপ্তরের সাবেক উপপরিচালক ব্রজহরি দাস, কৃষি কর্মকর্তা মনজুর রহমান, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল
ইসলাম, মডেল থানার নবাগত ওসি সমিত কুমার কন্ডু প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং স্থানীয় মুত্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ¦ শাহরিয়ার আলম এমপি। এর আগে তিনি শোক র্যালীতে অংশ গ্রহন করেন।
আর/এস